অনলাইনে যে কোন তথ্য শেয়ারের ক্ষেত্রেই তা যাচাই করে নেয়া উচিত। বিশেষ করে এখনকার নাজুক পরিস্থিতিতে সঠিক তথ্য খুবই গুরুত্বপূর্ণ। সহজ কিছু বিষয় মাথায় রাখলেই আমরা নিজেদের জায়গা থেকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারি যা এই পোস্টে তুলে ধরা হয়েছে।

✪ আপনি জানেন কি?, সতর্ক থাকুন, অনেকে বলেছে, আমার পরিচিত…. ইত্যাদি সমূহ থেকে প্রাপ্ত সংবাদ শেয়ার থেকে বিরত থাকুন।

কোন কিছু শেয়ার করার আগে নিচের দিকগুলোর প্রতি নজর রাখুন।
১- তথ্যসূত্র নির্ভরযোগ্য কিনা তা নিশ্চিত করুন।
২- খবরের উৎস যাচাই করুন।
৩- অন্যান্য উৎসের সাথে তথ্য মিলিয়ে সত্যতা নিশ্চিত করুন।
৪- শুধু শিরনাম নয়,সম্পূর্ণ খবর পড়ুন।
৫- প্রকাশের তারিখ খেয়াল করুন।

কিছু শেয়ার করার আগে ভাবুন-
- এটা কি সত্য?
- এটা কি প্রসঙ্গিক?
- এটা কি শেয়ার করা দরকারি?

পরিচয়হীন উৎস হতে পাওয়া তথ্য শেয়ার করা হতে বিরত থাকুন।

আসুন আমরা সতর্ক হই, ভাল থাকি, ভাল রাখি।